ঈদযাত্রা ঘিরে বিআরটিএর যত নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেল ও সড়কপথে শুরু হয়েছে ঈদযাত্রা। পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। আসন্ন ঈদে সড়কপথে যাত্রা সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো জানায় সংস্থাটি।
বিআরটিএর বিজ্ঞপ্তি বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ২৫ মার্চ থেকে ঈদ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে উল্লিখিত সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পণ্য পরিবহণকারী যানবাহনে এবং বাসের ছাদে যাত্রী পরিবহণ করা যাবে না। একইসঙ্গে টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকা রাখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।