সেন্টমার্টিনে বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
সিয়াম-উল-হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
সিয়াম-উল-হক আরও বলেন, এরই ধারাবাহিকতায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজিএস মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিন এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্টেন্টরা সেন্টমার্টিন দ্বীপের শতাধিক অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। মেডিকেল ক্যাম্পেইনের নের্তৃত্ব দেন সার্জন লে. আদিব আদনান, এএমসি।