রাজধানীতে সাংবাদিকের ওপর পরিবহণ শ্রমিকদের হামলা

ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় আহত ওবায়দুর মাসুম ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
ঘটনার বিবরণ দিয়ে ওবায়দুর মাসুম জানান, মঙ্গলবার সকালে মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয় থেকে মোটরসাইকেলযোগে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন তিনি। মহাখালী বাস টার্মিনালের সামনে রাস্তায় এক মোটরসাইকেল আরোহীকে পরিবহণ শ্রমিকরা মারধর করছে দেখে সেখানে থামেন। ঘটনার ছবি তোলার জন্য পকেট থেকে মোবাইলফোন বের করে মারধরের বিষয়ে জানতে চাইলে বাস শ্রমিকরা তার ওপর হামলা করে।
ওবায়দুর মাসুম আরও বলেন, ‘মোবাইলফোন বের করলেও ঘটনার ছবি তুলতে পারিনি। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও বেশ কয়েকজন আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একইসঙ্গে চারদিক থেকে কিল, ঘুষি মারতে থাকে। একপর্যায়ে দায়িত্বরত দুজন পুলিশের কাছে দৌড়ে গেলেও কোনো ধরনের সহায়তা পাইনি। এরপর সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে যাই।’
এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের দায়ী করে মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওবায়দুর মাসুম। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ), ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। ডিআরইউ নেতারা বলেন, ওবায়দুর মাসুমের ওপর হামলা ও মারধরের ঘটনা ন্যাক্কারজনক। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় বিএইচআরএফ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তা না হলে সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা দুঃখজনক। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছে ডুরা।
ডিইউজের দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌসী চৌধুরীর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। বিবৃতিতে তারা বলেন, এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।