খাগড়াছড়ির বোয়ালখালী বাজারে আগুনে পুড়ল ১৬ দোকান

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১৬টি দোকান পুড়ে গেছে।
গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে বোয়ালখালী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। এরপর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি, স্থানীয় লোকজন ছাড়াও সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

বোয়ালখালী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, মধ্যরাতে অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী কর্মকর্তা মো. জাকের হোসেন জানান, বোয়ালখালী বাজারে আগুনে ১৬টি দোকান পুড়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।