মানিকগঞ্জে টিসিবির চালসহ পিকআপ ভ্যান জব্দ, তদন্তে প্রশাসন

মানিকগঞ্জের সাটুরিয়ায় কালোবাজারে বিক্রির অভিযোগে ৯০ বস্তা টিসিবির চালসহ একটি পিকআপ ভ্যান জব্দ করে পরে তা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা।
আজ বুধবার (২৬ মার্চ) সকালের দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের ভান্ডারিয়া পাড়ায় স্থানীয়দের সন্দেহ হলে তারা চালভর্তি গাড়িটি আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন। অভিযোগ রয়েছে, টিসিবির পণ্য বিতরণের পরিবর্তে তা কালোবাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
জানা গেছে, সাটুরিয়ার টিসিবির ডিলার দীপক বসাক উপজেলার বালিয়াটি, তিল্লি ও দিঘলিয়া ইউনিয়নে টিসিবির সব ধরনের পণ্য বিতরণ করে থাকেন। কিন্তু গত দুই মাস ধরে এসব ইউনিয়নে টিসিবির চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রির উদ্দেশে পায়তারা করছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের বাসিন্দা শাহীন জানান, সকালে ভান্ডারিপাড়া এলাকায় হল রোডে টিসিবির গুদামের সামনে পিকআপে চাল লোড করা হচ্ছিল। সন্দেহ হলে সেটি আটক করা হয়।
তবে, ডিলার দীপক বসাক দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি বা কালোবাজারে চাল বিক্রির চেষ্টাও করেননি। টিসিবির বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকায় তা পরিবর্তন করে অন্য বস্তায় চাল ভরা হচ্ছিল। চাল ভরা শেষে বস্তার মুখ আটকে পরবর্তী সময়ে চালগুলো নির্ধারিত এলাকাগুলোতে পাঠানোর উদ্দেশ্যেই পিকআপ ভ্যান লোড করা হচ্ছিল। ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, চালসহ ট্রাক জব্দ করা হয়েছে। ডিলারকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।