ঈদযাত্রায় পাটুরিয়া ঘাটে নেই ভোগান্তি, নির্বিঘ্নে যাত্রী পারাপার

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদযাত্রায় স্বস্তিতে নদী পারাপার হচ্ছে ঘরমুখো যাত্রীরা। মাঝে মাঝে দেখা মিলছে ব্যক্তিগত ছোট ছোট গাড়ি আর কিছু কোচ। এছাড়া লোকাল বাসের কিছু কিছু যাত্রী। তবে নৌপথে পর্যাপ্ত ফেরি আর যাত্রীবাহী লঞ্চ থাকায় এবার কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নদী পারাপার হওয়া যাচ্ছে।
আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘নৌবহরে আমাদের পর্যাপ্ত ফেরি থাকায় ঘাট এলাকায় কোনো প্রকার ভোগান্তি নেই।’

নাসির মোহাম্মদ চৌধুরী আরও বলেন, ঘরমুখো এসব যাত্রী ও যানবাহনগুলোকে নিরাপদে ও নির্বিঘ্নে নৌপথ পারাপারের জন্য নৌবহরে ছোট বড় মিলে ১৭টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন যাত্রী কম থাকায় ১২টি ফেরি চলাচল করছে। যাত্রী ও পরিবহণের চাপ বাড়লে সময়মতো সবগুলো ফেরি ব্যবহার করা হবে। এছাড়া ঘাটে নিয়মিত ২০টি লঞ্চ চলাচল করছে।