আগুনে পুড়ল স্বপ্ন-সাধ, দিশেহারা হরি কিশোর রায়ের পরিবার

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে হরি কিশোর রায়ের (৬২) পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ৮নং দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ মধুরাম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনে ঘরের ভেতরে থাকা প্রায় ২০ থেকে ৩০ মণ ধান, নগদ ৩০ হাজার টাকা, জামাকাপড়, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। তবে, গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নিতে পেরেছে তারা।
পরিবারটি জানায়, আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যের জমি চাষ ও কাজ করে জীবিকা নির্বাহ করা হরি কিশোর রায়ের তিন ছেলে ও এক মেয়ে। তার মেজো ছেলে কমেশ রায়ের মেয়ে মমতা রানী মিতু এবারের এসএসসি পরীক্ষার্থী। আগুন লাগার সময় মমতা ঘরে বসে পড়াশোনা করছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বই-খাতা-কলম কিছুই উদ্ধার করতে পারেননি তিনি। আগামী ১০ এপ্রিল থেকে তার পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাজিব ভূঁইয়া জানান, ‘আমরা ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আশপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হরি কিশোর রায়ের পরিবার এখন চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।