মায়ের অসুস্থতায় দেশে ফিরলেন কোকোর স্ত্রী শর্মিলা

মায়ের অসুস্থতায় দেশে ফিরলেন কোকোর স্ত্রী শর্মিলা। ছবি : বাসস
মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
রোববার (৩০ মার্চ) লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, শর্মিলা রহমানের মা মোকারেমা রেজা (৭০ বছর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। জিয়া পরিবারের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়েছে। শর্মিলার পরিবার তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।