ঈদের দিন জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের ঢল

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ সোমবার (৩১ মার্চ)। ঈদুল ফিতরের দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলটির নেতাকর্মীরা।
আজ সোমবার সকালে ঈদের নামাজ আদায় করে বিএনপির নেতাকর্মীরা প্রিয় নেতার মাজার জিয়ারত করতে জিয়া উদ্যানে চলে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাজার প্রাঙ্গণ লোকারণ্য হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার পর জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের জ্যেষ্ঠ নেতারাও মাজার আসেন। ঈদের দিন জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নামে।
কারাগারে যাওয়ার আগে প্রায় সব ঈদের দিন দলের নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘ফ্যাসিবাদ মুক্ত’ পরিবেশে এবারের ঈদেও দেশে থাকলে তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেন। কিন্ত উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি লন্ডনে আছেন। ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পারিবারিক আবহে এ বছর সাবেক এই প্রধানমন্ত্রী ঈদ পালন করেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জিয়াউর রহমানের মাজারে মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবীব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানহগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হন, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাকর্মীরা।
এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।