ফাঁকা ঢাকায় রিকশায় ‘আনন্দ ভ্রমণ’

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ। ফলে ঢাকা শহর একেবারে ফাঁকা রয়েছে। যান্ত্রিক নগরে মানুষ একটু স্বস্তি নেওয়ার জন্য রিকশায় বিভিন্ন স্থানে ঘুরে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। আজ মঙ্গলবার ( ১ এপ্রিল) রাজধানীর বাংলামোটর, শাহবাগ, কাওরান বাজার, সাইন্সল্যাব ও ধানমণ্ডির বিভিন্ন স্থানে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ফাঁকা রাস্তায় মানুষ রিকশা দিয়ে ঘোরাঘুরি করছেন। তবে রিকশা ভাড়া একটি বাড়তি বলেই অভিযোগ করছেন।
বাংলামোটরে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন আতিকুর রহমান। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এবারের ঈদে পরিবারসহ ঢাকায় পালন করছি। অন্য সময় রাজধানী ঢাকায় অতিরিক্ত মানুষ ও পরিবহণের কারণে ঘোরা যায় না। এবার পরিবারের সবাই রিকশাযোগে ঢাকায় ঘুরছি। আজকে আবহাওয়া অনেকটা ঠান্ডা এবং ঘুরেও মজা পাচ্ছি।’
সামিয়া নামের এক শিশু বলে, ‘স্কুলে থেকে ফেরার সময় ঢাকায় সব সময় জ্যাম দেখি। বাবা-মায়ের সঙ্গে আজ রিকশায় করে নানুর বাড়ি বেড়াতে যাচ্ছি। অনেক মজা লাগছে ঘুরতে।’
রিকশাচালক আক্তার বলেন, ‘ঈদের মধ্যে বাড়িতে যাই নাই। ঈদে কয়ডা (কিছু) ট্যাহা (টাকা) কামাইতিছি। সামনের সপ্তাহে বাইত (বাড়ি) যামু। ঈদের আগে যা কামাই হইছে, তা বাড়িতে পাঠাইয়া দিছি। পরিবারের সবাই জামা-কাপড় ও সেমাই কিনছে। ফাঁকা রাস্তায় রিকশা চালাইয়া ভালোই লাগছে।’