ট্রেনে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ

পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের পঞ্চম দিন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল (৬ এপ্রিল) রোববার প্রথম কর্মদিবস।
এই লম্বা ছুটি শেষে আজ শনিবার সকাল থেকেই ট্রেনে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে। আজ সকাল থেকেই কমলাপুর ও এয়ারপোর্ট স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এদিন প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছেছে।
রেলপথে এমন নির্বিঘ্ন যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন বেশিরভাগ যাত্রী। ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের পাশাপাশি যারা ঈদের সময় ছুটি পাননি, তারা আজ বাড়ি ফিরছেন। সব মিলিয়ে রেলস্টেশনে যাত্রীদের চাপ ছিল লক্ষণীয়।
গত সোমবার (৩১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে এবার ৯ দিনের ছুটি মিলে। এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলে জানান যাত্রীরা। ভাড়া নিয়ে কোনো অভিযোগ ছিল না। বিভিন্ন জেলা থেকে স্বল্প সময়ে ঢাকায় পৌঁছে আনন্দ প্রকাশ করেছেন অনেকে।
যদিও আজ লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় বুড়িমারী এক্সপ্রেস। অপরদিকে, রংপুর এক্সপ্রেস প্রায় ৪০ মিনিট শিডিউল বিপর্যয়ে পড়ে।

এ বিষিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পৌঁছতে দেরি করায় শিডিউল বিপর্যয় হয়েছে।