গৃহকর্মীকে মারধরের অভিযোগ চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে

চিত্রনায়িকা পরীমণি। ফাইল ছবি
চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম।
ওসি জানান, গতকাল বৃহস্পতিবার জিডি করেছেন পিংকি আক্তার।
এই বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এস আই) আরিফুল ইসলাম জানান, ‘গতকাল পিংকি আক্তার নামে একজন এসে লিখিত অভিযোগ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, পরি মণি তাকে একাধিক চড়- থাপ্পড় মারেন। এর পরিপ্রেক্ষিতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন। এই বিষয়ে এখনও তদন্ত শুরু করেনি ভাটারা থানার পুলিশ।’