‘মোরশেদ আলমকে রিমান্ডে নিতে আবেদন করা হবে’

আওয়ামী লীগের সাবেক এমপি এবং আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির।
আজ বুধবার (৯ এপ্রিল) এনটিভি অনলাইনকে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর কবির বলেন, আজ বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টা নাগাদ তাকে আদালতে সোপর্দ করা হবে এবং তার রিমান্ডের আবেদন করা হবে।
এর আগে, গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর গুলশান-২ থেকে মোরশেদ আলমকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন মোরশেদ আলম। এরপর ২০১৮ সালে একাদশ এবং ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।