সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর বেড়িবাঁধ এলাকায় মো. মুসলিম উদ্দীন (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দীন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
জায়গা-জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
বিকেল সাড়ে ৫টার দিকে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন মুসলিম উদ্দিন। কারখানার কিছু দূর যাওয়ার পর, ওত পেতে থাকা দুর্বৃত্তরা মুরাদপুর বেড়িবাঁধ এলাকায় তাকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।