খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ইমরান হোসেন মানিক (৩৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে মরদেহ উদ্ধার করে। ঘটনাটির পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ বলেন, রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। এর একটি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।