এনটিভির আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি আক্তারুজ্জামান রঞ্জন আর নেই

এনটিভি ও দৈনিক যুগান্তরের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও আশুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আক্তারুজ্জামান রঞ্জন হৃদরোগে আক্রান্ত হয়ে পাঁচ দিন ধরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আক্তারুজ্জামান রঞ্জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই সোহেল রানা জানান, শনিবার (১২ এপ্রিল) সকালে আশুগঞ্জ উপজেলা সদরে প্রথম দফায় জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধনতলিয়া গ্রামে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক সমাজসহ নানা শ্রেণীপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।