এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

এসএসসি বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দে নাজিরা খাতুন (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নাজিরা খাতুন কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পরিবারের দাবি—এসএসসি বাংলা পরীক্ষায় ভালো না হওয়ায় নাজিরার মন খারাপ ছিল। শনিবার সকালে নাজিরার মা ছন্দা বেগম তার ছোট সন্তানকে স্কুলে পাঠানোর পর নাজিরার ঘরে এসে দেখেন তার মেয়ে ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজিরাকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, পরিবারের দাবি—এসএসসি বাংলা পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।