বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া সংলগ্ন পূর্বানী ফ্যাশন লিমিটেডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ শেরনগর গ্রামের মৃত ওসমান গনির ছেলে। আহতরা হলেন- এনায়েতপুর হাট খোলা গ্রামের জেলহজের ছেলে জিসান (১৬), নুরুল ইসলামের ছেলে বাদল (১৪), শ্যামলের ছেলে হাসান (১৫) ও অটো ভ্যানচালক বাবুল হোসেন (৪০) আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, আব্দুল হামিদ শেরনগর-কামারপাড়া রোড দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এতে মাথায় আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জহুরুল ইসলাম বলেন, আমার বাবা হেঁটে বাড়ি ফিরছিলেন। জিসান নামের একজন মোটরসাইকেল চালক দ্রুতগতিতে এসে বাবার শরীরের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলা না করার কারণে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।