লালপুরে জাল পাসপোর্টসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের লালপুরে জাল পাসপোর্ট ও ইয়াবাসহ আরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
আজ সোমবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার খাঁপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আরিফুল একই এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার বাড়ি থেকে চার পিস ইয়াবা, পাঁচটি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি জাল সবুজ পাসপোর্ট, চারটি ক্রেডিট কার্ড, তিনটি বিনা রেজিস্ট্রার্ড সীম কার্ড, বিভিন্ন দেশি-বিদেশি আইডি কার্ড, ভুয়া বিসিএস কর্মকর্তার সিল, অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্ট তৈরির কাগজপত্রের বিভিন্ন ফটোকপি উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পাসপোর্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।