আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আজ সোমবার (১৪ এপ্রিল) রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা ও গোপালগঞ্জ গ্রামে ১৪৪ ধারা জারি হয়।
অফিস আদেশে বলা হয়, ‘এক বা একাধিক ব্যক্তির চলাফেরা, সভা সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোঁটা বা যেকোনো আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করলাম।’
আজ দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনী তৎপর আছে। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, ‘সকাল থেকে একাধিকবার দুপক্ষই বিভিন্ন স্থানে আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। আমরা তাদের সংঘবদ্ধ হতে দেইনি। সেসব স্থানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, সে স্থানগুলো পুলিশের কড়া নজরদারিতে আছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে।’
উল্লেখ্য, মাদারীপুরের রাজৈরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে গতকাল রোববার (১৩ এপ্রিল) থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাড়ে চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।
গতকাল রাতে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনলেও সোমবার সকালে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ জারি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শুরু হওয়া সংঘর্ষ ৪ ঘণ্টা পর আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার সকাল থেকেই দুপক্ষ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে থাকে। এমনকি এই উত্তেজনা উপজেলার কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।