কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন ভুন্দুর চর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম শহিদের ছেলে বুলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। তারা সবাই একই পক্ষের অনুসারী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুন্দুর চর এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ২ একর জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলাও বিচারাধীন। বৃহস্পতিবার সকালে শাহাজাহান মিয়ার লোকজন ওই জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার পক্ষ বাধা দেয়। এ সময় উত্তেজনা চরমে পৌঁছায় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় একজন আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।