সোনারগাঁওয়ে ৩ দিনব্যাপী বউ মেলা শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জয়রামপুর গ্রামে শত বছরের পুরনো বটগাছের নিচে তিন দিনব্যাপী বউ মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মেলার প্রথম দিনে মেলায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শত বছর ধরে সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে শত বছরের প্রাচীন বটগাছের নিচে সনাতন ধর্মাবলম্বী বউ-ঝিরা জড়ো হন। গৃহবধূরা এ মেলায় অংশ নেয় বলে এ মেলাকে ‘বউ মেলা’ নাম দেওয়া হয়েছে। জয়রামপুর গ্রামের আদি বটবৃক্ষকে কেন্দ্র করে এ বউমেলা বসে।
সনাতন ধর্মের নারীরা জানান, স্বামীর সোহাগিনী বউ হতেই তারা এ পূজায় ছুটে এসেছেন। এদিন ঝুড়ি ভরা বৈশাখী ফল দিয়ে পূজার ভোগ সাজানো হয়। একইসঙ্গে কবুতর ওড়ানো হয় গাছ দেবতার উদ্দেশে।
আজ দুপুরে মেলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন গ্রাম থেকে সনাতন ধর্মাবলম্বী নারীরা ঝুড়িতে দেশীয় বিভিন্ন মৌসুমি ফল, কবুতর ও দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা নিয়ে বটগাছের নিচে জড়ো হয়ে পূজা করছেন। এ গাছটি সিদ্ধেশ্বরী কালীতলা নামে পরিচিত, তবে এলাকায় এটাকে বলা হয় বউতলা। পুরুষরাও যান সেখানে, তবে সংখ্যায় কম।
প্রতি বছরের মতো এবারও সিদ্ধেশ্বরী কালীতলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজার আয়োজন করেছে। নারীরা মৌসুমি ফল নিয়ে লাইন ধরে বটগাছ তলে ভোগ দিচ্ছেন। মৌসুমি ফলের স্তূপ জমেছে বটবৃক্ষ তলায়। সেই স্তূপকৃত ফল পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেব বিতরণ করা হবে।
আয়োজকরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সংসারের বাঁধন যেন আমৃত্যু অটুট থাকে, সেই কামনাতেই এ পূজা করা। পূজার পরপরই শুরু হয় তিন দিনব্যাপী বউ মেলা। আর এ বউ মেলার কারণে বটগাছটি হয়ে উঠেছে দেবতা।

বউ মেলায় পূজা দিতে আসা স্মৃতি রাণি বলেন, ‘জন্মের পর থেকে দেখছি, আমার মা ও মাসিরা এ বৃক্ষকে পূজা দেন। আমার বিয়ের পর থেকে আমিও এখানে পূজা দিয়ে আসছি। আমরা সিদ্ধেশ্বরী কালী দেবী হিসেবে এ বৃক্ষকে পূজা দেই। প্রথা অনুযায়ী মাটি নিয়ে এ বৃক্ষের গোড়ায় বিভিন্ন বয়সী নারীরা মাটি দিয়ে থাকেন। মাটির সঙ্গে একটি করে কড়ি দিতে হয়। এতে মনোবাসনা পূর্ণ হয়। তাছাড়া পরিবারের সদস্য যতজন ততবার মাটি দিতে হয়।’
দিপালী রাণি দাস বলেন, ‘আমি প্রথমবারের মতো এ মেলায় এসে পূজা দিলাম। স্বামীর মঙ্গল কামনা করেছি ও পরিবারের জন্য মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।’
সরেজমিনে দেখা গেছে, বটবৃক্ষের গোড়ায় বিভিন্ন বসয়ী নারীরা মাটি দিচ্ছেন। আবার কেউ দুধ ঢেলে দিচ্ছেন বৃক্ষের গোড়ায়। এ বৃক্ষের গোড়ায় নানা রকমের ফলও দিচ্ছেন কেউ। ঢাকের তালে বৃক্ষ তলে পূজায় মগ্ন নারীরা। এ ছাড়া মেলা প্রাঙ্গণে বাঁশি, কাঠের হাতি, ঘোড়া ও মৃৎশিল্পসামগ্রী, চেয়ার, পিঁড়ি, জলচৌকি ও ঐতিহ্যবাহী খই, উড়খা, কদমা, পেঁয়াজু, নিমকি, জিলাপিসহ বিভিন্ন পণ্যের দোকান বসেছে।
সিদ্ধেশ্বরী বটতলায় কালী পূজার আয়োজক নিলোৎপল রায় এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রায় শত বছরের অধিক সময় ধরে সিদ্ধেশ্বরী কালী মায়ের পূজা করা হয়। অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সর্বজনীনভাবে এ মেলার আয়োজন করেন। এ পূজায় দেশবাসী ও এলাকার মানুষের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।’
সিদ্ধেশ্বরী বটতলায় কালী পূজার পুরোহিত পণ্ডিত উৎপল ভট্টচার্য বলেন, ‘সনাতনী বিশুদ্ধ পঞ্জিকা মতে, আজকে পহেলা বৈশাখ। সে অনুসারে সনাতন ধর্মালম্বীর বউ-ঝিরা এ মেলায় আসেন। পূজা-অর্চনার মাধ্যমে পরিবার ও স্বামীর মঙ্গল কামনা করেন। এ বটতলায় মা সিদ্ধেশ্বরীর নামে পূজা করা হয়।’
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, ‘সনাতন ধর্মালম্বীদের এটি একটি ব্যতিক্রম উৎসব। বউ মেলায় উপজেলা প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।