গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি, স্বস্তির নিঃশ্বাস

টানা গরমের পর ১৪৩২ বঙ্গাব্দ ও ২০২৫ খ্রিষ্টাব্দে প্রথম বৃষ্টি হয়েছে গোপালগঞ্জে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৃদু বাতাস শুরু হলে মেঘ আরও ঘনীভূত হয়। বেলা ১১টার দিকে শুরু হয় বৃষ্টি। টানা দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিতে স্বস্তি ফিরে মানুষের। দীর্ঘদিনের অনাবৃষ্টিতে শুকিয়ে যাওয়া প্রকৃতিতে যেমন প্রাণ ফিরেছে, তেমনি প্রাণ ফিরেছে ক্ষেতে থাকা বিভিন্ন ফসলেরও।
সদর উপজেলার বলাকইড় গ্রামের বোরো ক্ষেতের সেচযন্ত্রের মালিক মিন্টু সরদার বলেন, এবছর সময় মতো বৃষ্টি না হওয়ায় বোরো ক্ষেতের কাঙ্খিত ফসল না হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও এ বৃষ্টি ফসলের অনেক উপকারে আসবে।
একই গ্রামের অপর বোরো ক্ষেতের কৃষক ইকবাল সরদার বলেন, এবছর বোরো মৌসুমে বৃষ্টি না হওয়ায় ধানের শীষ এক সঙ্গে বের না হয়ে আগে পিছে বের হয়েছে। ধানের শীষ ছোট হয়েছে। ফলে ফলন কম হবে।
সদর উপজেলার গুয়াধানা গ্রামের দিপু বালা জানান, বোরো মৌসুমে বৃষ্টি না হওয়ায় ধানের শীষ ছোট হয়েছে। এতে ফলনও কম হবে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মঙ্গলবার ৭.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৭ থেকে ১৯ এপ্রিল বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।