যুবলীগনেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান শিমুলকে ধরে পুলিশে দিয়েছেন গাজী আশফাকুর রহমান নামের এক যুবদল নেতা। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে পটুয়াখালী জেলা শহরের সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা মশিউর রহমান শিমুল রাঙ্গাবালী উপজেলা সদরের বাহেরচর বাজার এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জেলা শহরের সদর রোড এলাকায় ঘোরাঘুরির সময় যুবলীগ নেতা শিমুলকে চিনে ফেলেন জেলা যুবদলের এক নম্বর সদস্য গাজী আশফাকুর রহমান বিপ্লব। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন তিনি।
পটুয়াখালী জেলা যুবদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব বলেন, ‘শিমুল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার তাকে প্রকাশ্যে দেখে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি। আটকের সময় তাকে শারীরিকভাবে কোনো হেনস্তা করা হয়নি।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, বিএনপির কয়েকজন যুবক মশিউর রহমান শিমুল নামের এক যুবলীগ নেতাকে থানায় নিয়ে এসেছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ায় রাঙ্গাবালী থানায় হস্তান্তর করা হবে।