যাত্রাবাড়ি র্যাব ক্যাম্প থেকে লুট হওয়া গ্যাসগান মুন্সীগঞ্জে উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ি র্যাব ক্যাম্প থেকে লুট হওয়া একটি বিদেশি গ্যাসগান মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে শ্রীনগর উপজেলার বাঘরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই গ্যাসগান উদ্ধার করে র্যাব সদস্যরা।
আজ বুধবার দুপুরে র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম হাসান সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বাঘরা এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান, এক বোতল বিদেশি মদ ও পৌনে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শামীম হাসান সরদার আরও জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি র্যাব ক্যাম্প থেকে বেশ সংখ্যক আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজ, টিয়ারসেল ও গ্যাসগান লুট হয়। ওইদিন সেখানে ২ র্যাব সদস্য নিহত হয়।