‘নিখোঁজ’ হওয়ার ৫ দিন পর উদ্ধার মামুনুর রশীদ

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর উদ্ধার হয়েছেন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ঢাকার পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।
এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) সাদিক রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের কাছে খবর আসে মাওলানা মামুনুর রশীদ ৩০০ ফিটের নীলা মার্কেট এলাকার একটি মসজিদে রয়েছেন। খবর পেয়েই আমরা সেখানে ছুটে যাই। পরে তাকে পূর্বাচল জামে মসজিদ থেকে বেলা ২টার দিকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি।’
এসআই সাদিক রহমান বলেন, বর্তমানে মামুনুর রশীদ কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরাও ইতোমধ্যে হাসপাতালে পৌঁছেছেন।
মামুনুর রশীদের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়েছে কিনা, জানতে চাইলে এসআই সাদিক রহমান বলেন, ‘কোনো ধরনের মামলা হয়নি। তবে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।’
এর আগে গত রোববার সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় উত্তরা এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন মামুনুর রশীদ। ওই সময় থেকে তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ ছিল।