গাবতলীতে দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করল পরিবহণ শ্রমিকরা

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হেনস্তা ও হয়রানির অভিযোগ তুলে রাজধানীর গাবতলীতে মহাসড়ক অবরোধের দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করেছেন পরিবহণ শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।
রাজধানীর প্রবেশ মুখে অবরোধের কারণে গাবতলীর উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। তা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ে সাভারের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত। চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এরপর সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশিক মিয়া নামের এক পিকআপ ভ্যানচালকের গাড়ির কাগজপত্র চেক করার সময় ঘটনার সূত্রপাত হয়। তার গাড়ির ফিটনেস, রুট পারমিটসহ সব কাগজপত্র সঠিক থাকার পরেও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য অযথা হয়রানি করেন। একপর্যায়ে ওই পুলিশ সদস্য চালক আশিক মিয়াকে মারধর করেন এবং তার পিকআপ ভ্যানের লুকিং গ্লাস ভেঙে ফেলেন।

এ ঘটনার প্রতিবাদে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে পরিবহণ শ্রমিকরা গাবতলীতে সড়ক অবরোধ করে। এতে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। একপর্যায়ে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে সড়ক ছাড়েন।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট জহির বলেন, শ্রমিকদের অভিযোগ মিথ্যা। ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।