পাহাড় কাটার অভিযোগে ২ লাখ টাকা অর্থদণ্ড

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটার অভিযোগে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাউন্সিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মো. মামুনুর রশীদ বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা-২০১০ এর ১৫ ধারায় তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মো. মামুনুর রশীদ আরও বলেন, গত ৪ মাসে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা-২০১০ এর ১৫ ধারায় পাঁচটি মামলায় ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের দুটি মামলা চলমান রয়েছে।
পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও যারা পাহাড় কাটবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।