সন্তান বিক্রির টাকায় অলংকার ও মোবাইল কেনার অভিযোগ
সন্তান বিক্রি করে সেই টাকায় অলংকার ও মোবাইল কেনার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তাকে থানা হেফাজতে আনা হয়েছে এবং তার ৪ মাসের সন্তানকে উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে ঘটনাটি ঘটেছে।
শিশুটির বাবা রবিউল ইসলাম বলেন, ‘গত ১০ এপ্রিল তার স্ত্রী লাবনী আক্তার লিজা তাদের চার মাসের একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে বেড়াতে যান। বাড়িতে যাওয়ার কয়েকদিন পর তাকে চলে আসতে বললে সে বলে আর আসবেনা। পরে সে গত বুধবার ধনবাড়ী বৈশাখি মেলায় দেখা করে। তখন জানায়, সে সন্তানকে সিরাজগঞ্জে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। সেই টাকা দিয়ে একটি দামি মোবাইল, পায়ের নুপুর এবং আরও অন্যান্য অনেক কিছু কিনেছে। এ ঘটনায় আমি আমার সন্তান উদ্ধারে মধুপুর থানায় একটি অভিযোগ করি।’
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, সন্তান বিক্রির অভিযোগ দেন শিশুটির বাবা। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টিম শিশুটির মার তথ্য মতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে।