এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ পেলেন স্বাধীনতা সম্মাননা পুরস্কার
মুক্তিযুদ্ধ, সাংবাদিকতাসহ বিভিন্ন কাজে অবদান রাখায় এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদসহ ১১ জনকে স্বাধীনতা সম্মাননা পুরস্কার দিয়েছে ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব। আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সম্মাননা অনুষ্ঠানের শুরুতে বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় দর্শকপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ-এর হাতে। এছাড়া বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে অবদান রাখার জন্য জহির রায়হানকে মরণোত্তরসহ ১১ জনকে সম্মাননা দেওয়া হয়।
এসময় নুরুদ্দীন আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি সংগঠনটি যে সম্মাননা প্রদর্শন করেছে তা বিরল।