বিশেষ বিসিএসে ২ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্য উপদেষ্টা
বিশেষ বিসিএসে ২ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
আজ সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত্র সমঝোতা স্মারক সই শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং রেল সচিব সমঝোতা স্মারকে সই করেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশে ৮ হাজার ডাক্তারের সংকট রয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, দেশের ১০টি রেল হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা ৪৩১। রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারা দেশে রেলের ১০টি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতোদিন সেগুলো রেলের কর্মকর্তা কর্মচারিদের জন্য বরাদ্দ ছিল। তাদের পাশাপাশি সর্বসাধরণের চিকিৎসা নিশ্চিত করতে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি কী করতে হবে সেটা ঠিক করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম আগামী সপ্তাহে রেলের হাসপাতালগুলো পরিদর্শন করে কী ধরণের অবকাঠামোগত উন্নয়ন দরকার সে ব্যাপারে রিপোর্ট দেবে বলেও জানানো হয়।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের পর অবকাঠামোগত উন্নয়ন করার ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই মুহূর্তেই রেলের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব নয়। তবে দ্রুত জনসাধারণকে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করবে।