সাংবাদিক মারধর ও লুটপাটের ঘটনায় আ.লীগের দুই নেতা আটক

আটক দুই আওয়ামী লীগ নেতা । ছবি : এনটিভি
লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিককে মারধর এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার ভোরে নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন ও ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইবনে ওহাব মুরাদ।
জানা গেছে, গত ১৮ জুলাই সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় করা মামলায় হাফিজুল্লাহ টাইফুনকে আটক করা হয়। এছাড়া ২০১৪ সালের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলায় ইবনে ওহাব মুরাদকে আটক করে পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, দুটি পৃথক মামলায় দুজনকে আটক কর হয়েছে। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।