এটা রাষ্ট্রের বিষয়, তাড়াহুড়ার বিষয় নয় : সালাহউদ্দিন আহমেদ
বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্প্রেডশিট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে দফা ওয়ারি বিএনপি বিস্তারিত আলোচনা করছে। এটা রাষ্ট্রের বিষয়, তাড়াহুড়ার বিষয় নয়।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা আজ শেষপর্যায়ে। বিচার বিভাগ নিয়ে আজ আলোচনা শুরু হবে। ধারাবাহিকভাবে অন্যান্য কমিশন নিয়ে আলোচনা হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বিচারক নিয়োগ বিষয়ক অধ্যাদেশ, আলাদা সচিবালয় গঠনসহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তবে সব কিছু আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে।