সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ এই আদেশ দেন।
এডিসি নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার মামলায় হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি নাজমুলকে গ্রেপ্তারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পারভেজ আরও বলেন, সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে মামলাটি করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা। মামলা নম্বর-সি আর ১৮০৫/২৫। ধারা-৪২০/৪৪৯/১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩৮৫/৩৮৬/৩০৭/৫০৬(২)/১০৯/১৮৩/৩৪ দণ্ডবিধি।