দুর্নীতির গন্ধ পেলে দুদক কর্মকর্তাদেরও ছাড় দিচ্ছি না : কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির কোনো গন্ধ পেলে ছাড় দিচ্ছি না। দুর্নীতির বিরুদ্ধে ড. মোমেন কমিশন খুবই সোচ্চার, একেবারে জিরো টলারেন্স। নিজের স্টাফদের বিরুদ্ধেও।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী এই মন্তব্য করেন।
দুদক কমিশনার আরও বলেন, আগে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশনে যাচ্ছি, এতে যদি সম্ভব না হয় তাহলে তারাও (দুদক কর্মকর্তারা) বিচারের সম্মুখীন হবে।
দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দুদকের নজরদারি আরো জোরদার করা হচ্ছে উল্লেখ করে মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী বলেন, আমরা মফস্বল থেকে বিভিন্ন দক্ষ অফিসারদের হেড কোয়ার্টারে নিয়ে আসছি। এখানে যাদের কাজের স্লো গতি দেখছি তাদের মফস্বলে পাঠাচ্ছি। এটা চলমান প্রক্রিয়া। এটা চলবে। যাকে দেখব ঝিমাচ্ছে, তাকে বলব তুমি হেডকোয়ার্টারে বেশি ক্লান্ত হয়ে গেছ। আপাতত মফস্বলে যাও।
দুদক কমিশনার আরও বলেন, দুদক এই রাষ্ট্রের সংবিধিবদ্ধ সংস্থা। সবসময় জিরো টলারেন্স আছে দুর্নীতির বিরুদ্ধে। রাষ্ট্রের একটি সংস্থা হিসেবে আমরা কখনও স্রোতের বিপরীতে হাঁটব না। আমরা রাষ্ট্রকে সহায়তা দিচ্ছি এবং তা অব্যাহত থাকবে।