নাটোরে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

নাটোরের সিংড়ায় ইসরাফিল (২২) নামের এক যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার হাতিয়ান্দহ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবক হাতিয়ান্দহ বাজার এলাকার তাইজুল ইসলামের ছেলে। কবজি বিচ্ছিন্ন যুবক ইসরাফিলকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, আহত যুবক ইসরাফিলের বাবা তাইজুল ইসলাম বহুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকায় এসে বাস করেন। পরবর্তীতে তার মেঝ ও সেজ ছেলে ইসমাইল ও ইব্রাহীমও এখানে চলে আসেন। পেশায় তারা রাজমিস্ত্রি। আর ছোট ছেলে ইসরাফিল মাঝে মাঝে এখানে বেড়াতে আসে।
ইসরাফিলের সেজ ভাই ইব্রাহীম হোসেন বলেন, ইসরাফিল গতকাল বুধবার সেখানে বেড়াতে আসে। আপন ভাবীকে ঘুমের ওষুধ দিয়ে মুঠোফোনে খারাপ ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে হাতিয়ান্দহ গ্রামে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে বাড়ির বউয়ের কোনো ভিডিও ধারণ নিয়ে এই ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
এ বিষয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, পরকীয়া সংক্রান্ত বিষয় থাকতে পারে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।