লামায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে ঝর্ণা আক্তার (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ঝর্ণা আক্তার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার ছাবের আহম্মেদের স্ত্রী।
স্থানীয়রা জানান, ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় ফল বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে দলছুট এক বন্য হাতির সামনে পড়ে যান ঝর্ণা আক্তার। এ সময় বন্য হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের লোকজন তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, ইয়াংছা এলাকায় ফলের বাগানে কাজ করতে গিয়েছিল নিহত ঝর্ণা আক্তার। ফেরার পথে হাতির আক্রমণে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের লামা রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, বন্য হাতির আক্রমণে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের আইন অনুযায়ী এ ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।