সিলেটে বিমানযাত্রীর শরীর থেকে এক কেজি তরল স্বর্ণ জব্দ

সিলেটে বিমানযাত্রীর কাছ থেকে এক কেজি তরল স্বর্ণ জব্দ ও একজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস সদস্যরা। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আলিম উদ্দিন। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা ইএ-২৪৮ ফ্লাইটের যাত্রী ছিলেন আলিম উদ্দিন। সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। পরে তার পরিহিত কাপড়ে পেস্টিং করা তরল স্বর্ণ পাওয়া গেছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গোয়েন্দা সংস্থা এনএসআই শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, গোপন সংবাদের কারণে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছিল। সকালে বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী আলিম উদ্দিনকে বিমানবন্দরে নামার পর সন্দেহজনক আচরণ করতে দেখে কাস্টমস কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার ট্রাউজার ও আন্ডারগার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে রাখা লিকুইড স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সহকারী কমিশনার মো. ফিরোজ হোসেন বিশ্বাস জানান, স্বর্ণের পেস্ট লাগানো কাপড় পোড়ানোর পর জব্দ করা স্বর্ণের পরিমাণ প্রায় এক কেজি, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।