ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
আজ শনিবার পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
গতকাল প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান।
ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মযাজক পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্বনেতা, ক্যাথলিক কর্মকর্তা, বিশ্বজুড়ে শোকাহত ভক্ত-অনুসারীসহ লাখো মানুষ ।
বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও রাজপরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন প্রিন্স উইলিয়াম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কায়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানি লেতিজিয়া ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হতে যাওয়া অন্যান্য বিশ্বনেতা ও রাজপরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ফিলিপাইনের প্রসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, পোপ ফ্রান্সিসের নিজ দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা, ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদার, বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিল্ড, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ, ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডু নরওয়ের ক্রাউন প্রিন্স হাকন ও ক্রাউন প্রিন্সেস মেটে-মারিট লাটভিয়ার প্রেসিডেন্ট এডগারস রিঙ্কেভিকস, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন, সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ ও রানি সিলভিয়া ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।