ভুট্টার বাম্পার ফলন, জয়পুরহাটে দাম নিয়ে বিপাকে কৃষক

জয়পুরহাট জেলায় এবার ভুট্টা চাষে আশাব্যঞ্জক ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এবছর জেলায় প্রায় ৯৩৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৯ হাজার ৮৫৯ টন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টার বাম্পার ফলন হওয়ার আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। কিন্তু উৎপাদন খরচ বেশি হওয়ায় দাম নিয়ে বিপাকে পরেছেন কৃষকরা।
জয়পুরহাট কৃষি উপযোগী জেলা এবং এখানকার মাটি ভুট্টা চাষের জন্য বিশেষভাবে উপযোগী। সদর ও পাঁচবিবি উপজেলায় প্রায় প্রতি বছরই ভুট্টার চাষ বেশি হয়। খরচ কম ও লাভ বেশি হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে ৪০-৫০ মণ পর্যন্ত ফলন হয়েছে এবং প্রতি মণ ভুট্টা ৭০০-৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তবে কৃষকেরা বলছেন, এ বছর ভুট্টার ফলন ভালো হলেও সার ও বীজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। সেই অনুযায়ী ভুট্টার দাম না থাকায় তারা বিপাকে পড়েছেন।
জয়পুরহাট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মজিবুর রহমান বলেন, এ বছর জয়পুরহাটে ভুট্টার ভালো ফলন হয়েছে। তাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে বলে আশা করছেন। কৃষি প্রণোদনার মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ প্রদান এবং প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে ভুট্টা চাষের পরিচর্যা বিষয়ে কৃষকদের জানানো হয়েছে।