হলুদ সাংবাদিকতার প্রবণতা অনেক কমে এসেছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, এক সময় হলুদ সাংবাদিকতার প্রবণতা অনেক বেশি ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে—অতীতের তুলনায় তা অনেক কমে এসেছে।
রোববার (২৭ এপ্রিল) চাঁদপুর সার্কিট হাউসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আব্দুল হাকিম এ কথা বলেন। কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
প্রশিক্ষণ কর্মশালা প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, চাঞ্চল্য সৃষ্টির জন্য অতিরঞ্জিত মিথ্যা সংবাদই হচ্ছে হলুদ সাংবাদিকতা। এক সময় হলুদ সাংবাদিকতার প্রবণতা অনেক বেশি ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে—অতীতের তুলনায় হলুদ সাংবাদিকতা অনেক কমে এসেছে। আর তা ইলেকট্রনিক মিডিয়া আসার কারণেই হয়েছে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, মিডিয়া শব্দটি আগে উচ্চারণ হতো না। ইদানীং মিডিয়া শব্দ নিয়ে অনেক কিছুই হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হচ্ছে। এটির লাগাম টানার জন্য অনেক আইনও হয়েছে। আর এই আইন নিয়ে অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনটি অনেকবার বদলানো হয়েছে, অনেক মামলা হয়েছে। আমাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে অনেক পরিবর্তন হবে। কথায় নয়, কাজে আমাদের প্রমাণ করতে হবে। প্রেস কাউন্সিলের মূল লক্ষ্য—আপনারা যাতে সঠিক তথ্যটা তুলে ধরে কাজ করতে পারেন। নির্ভয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী।