তাপসকে বাদ দিয়ে ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে বিএনপিদলীয় প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) রাতে এ গেজেট প্রকাশ করা হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইশরাক হোসেনের সাবেক প্রেস সেক্রেটারি সুজন রাত পৌনে ১১টার দিকে জানিয়েছেন, এক ঘণ্টা আগে ইসি থেকে বিজি প্রেসে পাঠানো হয়েছে। আমি ইসিতে কথা বলেছি। নিশ্চিত হয়েছি। গেজেট হয়েছে বলে শুনেছি।
সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়, বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত, ঢাকা এ দায়েরকৃত নির্বাচনি মামলা নং-১৫/২০২০ এর ২৭ মার্চ ২০২৫ তারিখের আদেশে ০১/০২/২০২০ তারিখে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ‘নৌকা’ প্রতীক এর প্রার্থী জনাব শেখ ফজলে নূর তাপস-কে নির্বাচিত ঘোষণা বাতিল করে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী জনাব ইশরাক হোসেন-কে নির্বাচিত মেয়র ঘোষণা করায় এতদ্দ্বারা নির্বাচন কমিশন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রকাশিত ১৯৯৩নং পৃষ্ঠার ১নং কলামের ১নং ক্রমিকের বিপরীতে ২নং কলামে বর্ণিত ‘শেখ ফজলে নূর তাপস, পিতা-মরহম শেখ ফজলুল হক মনি, বাড়ি নং ৭০, সড়ক নং ১৮, ব্লক-জে, বনানী, ঢাকা-১২১৩’ এর পরিবর্তে ‘ইশরাক হোসেন, পিতা : সাদেক হোসেন খোকা, ঠিকানা : ৪/১, গোপীবাগ ২য় লেন, ওয়ারী টি, এস, ও ১২০৩, মতিঝিল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা' এবং ৩নং কলামে বর্ণিত ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর পরিবর্তে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পি’ শব্দ ও চিহ্নসমূহ প্রতিস্থাপন করিলেন।
এর আগে, গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি দলীয় প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম।
গত ২৭ মার্চ আদালতের রায়ের দিন ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২০২০ সালে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রার্থী ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা করা হয়, ইভিএম মেশিনে ভোট জালিয়াতি করা হয়, নির্বাচনে ভোটারদের ভোটগ্রহণে বাধা দেওয়া হয়, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয় ও নির্বাচনে ভোট জালিয়াতি করা হয়। এতসব জালিয়াতির পরেও নির্বাচন কমিশন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ ও নির্বাচনি ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা করেন। আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন।
আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এরপর গত ২৭ ফেব্রুয়ারি শপথ নেন তিনি। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভা থেকে তাপসের মেয়াদকাল শুরু হয়েছিল। অর্থাৎ নতুন মেয়র যেদিন কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা করেছিলেন, সেদিন থেকেই শুরু হয়েছিল তার ৫ বছরের মেয়াদকাল। সে হিসেবে ২০২০ সালের ২ জুন নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের প্রথম করপোরেশন সভা অনুষ্ঠিত হয়। অর্থাৎ, এই বছরের (২০২৫ সাল) ১ জুন পর্যন্ত শেখ ফজলে নূর তাপসের মেয়াদকাল থাকার কথা ছিল।