ইটভাটার ধোঁয়ায় ফসল নষ্ট, বিপাকে কৃষকরা

জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসল নষ্ট হয়ে দিশেহারা কৃষকরা। বারবার ক্ষতির সম্মুখীন হলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় পুরানাপৈল রেলগেট এলাকায় ফসল নষ্টের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকরা সড়কে অবস্থান নেন। এতে যানজটের সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
কৃষকরা অভিযোগ করেন, পুরানাপৈল এলাকায় আর বি এম ইটভাটাসহ মোট তিনটি ইটভাটা ফসলি জমির পাশে অবস্থিত। দুই দিন আগে আর বি এম ইটভাটা থেকে বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেওয়া হয়, যার ফলে আনুমানিক ১০০ থেকে ১২০ বিঘা জমির ধান, ভুট্টা ও কলা নষ্ট হয়ে গেছে। তারা জানান, এর আগেও দুই বার ইটভাটার কারণে ফসলের ক্ষতি হয়েছে, কিন্তু প্রশাসন কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে আর বি এম ইটভাটার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কোনো বক্তব্য নেই।
ঘটনাস্থলে গিয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) সোলায়মান আলী কৃষকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে জানান, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এ. কে. এম জিয়াউল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ইটভাটার পরিবেশ ছাড়পত্র রয়েছে কিনা তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ফসলি জমি পরিদর্শন করে ইটভাটার বিষাক্ত ধোঁয়ার বিষয়টি সঠিক মনে হচ্ছে। ইটভাটার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
জয়পুরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. রাফসিয়া জাহান বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে ধানের ক্ষতি হয়েছে। কৃষকদের ক্ষতির বিষয়টি তদন্ত করে কৃষকদের ক্ষতি পূরণের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।