সাভারে প্রাইভেটকারচাপায় নিহত ২

সড়ক দুর্ঘটনা। ফাইল ছবি
সাভারে প্রাইভেটকারচাপায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—হৃদয় (২০) ও আরতী (৩৫)।
প্রাইভেটকারটি ব্যাংক টাউন ব্রিজের নিচ দিয়ে ইউটার্নের জন্য মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের রাস্তায় দ্রুতগতিতে প্রবেশ করে। এ সময় প্রাইভেটকারটি দুজন পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, দ্রুতগতির একটি গাড়ি এসে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে।