বসতঘর থেকে বিদেশি পিস্তল-কার্তুজ উদ্ধার

বসতঘর থেকে উদ্ধার করা বিদেশি পিস্তল, কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পরিত্যক্ত বসতঘর থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আজ সোমবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার বাঘরা গ্রামের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
দুপুরে র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শামীম হাসান সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে বাঘরা গ্রামের পরিত্যক্ত দ্বিতল টিনের বসতঘরে অভিযান চালায় র্যাবের অভিযানিক টিম। এ সময় ওই বসতঘরের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।