ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইটভাটা বন্ধ, জরিমানা ৮ লাখ

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার মালিককে আট লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাগুলোর চিমনি, ভাটা ও বিপুল সংখ্যক কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।
ইটভাটাগুলো হলো—মেসার্স আমানত ব্রিকস, মেসার্স জে এস ব্রিকস ও মেসার্স চৌধুরী ব্রিকস। এরমধ্যে আমানত ব্রিকসের স্বত্বাধিকারী মো. নোমানকে তিন লাখ টাকা, জে এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. সারোয়ারকে দুই লাখ ৫০ হাজার টাকা ও চৌধুরী ব্রিকসের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিনকে দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের রামগতি উপজেলা টিম সহযোগিতা করেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে তিন ইটভাটা মালিককে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। চিমনি, ভাটা ও কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।