খালেদা জিয়ার ভাগনে শাহরিন কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ মামলায় আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন শাহরিন ইসলাম। শুনানি শেষে আদালত তাঁর আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে শাহরিন ইসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এনটিভি অনলাইনকে বলেন, এই মামলায় ১৭ বছর আগে শাহরিনকে কারাদণ্ড দেওয়া হয়। তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আরও বলেন, শাহরিন ইসলাম অসুস্থ। তিনি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৭ বছর আগে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আয়কর অধ্যাদেশের মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছিল।
মামলার নথি থেকে জানা গেছে, ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির মামলায় ২০০৮ সালে শাহরিন ইসলামকে আট বছর কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তাঁকে ৯২ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও জানা যায়, কর ফাঁকির অভিযোগে ২০০৭ সালে শাহরিন ইসলামের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।