১০০ রেসিপি বইয়ের প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান

রন্ধনশিল্পী হাসিনা আনছারের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি বইয়ের ষষ্ঠ খণ্ড। এ বইতে বাংলাদেশের ১০০ জন জনপ্রিয় রন্ধনশিল্পীর সেরা ১০০টি রেসিপি স্থান পেয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারের নবম তলায় নাহার কুকিং ওয়ার্ল্ড ও নারী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বইটির প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়।
এ ছাড়া বিশেষ মেলায় সারাদেশ থেকে সেরা ১০০ জন রন্ধনশিল্পীকে সম্মাননা সনদপত্র প্রদান, এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সম্মাননা স্মারক, ঐতিহ্যবাহী রেসিপি প্রদর্শনসহ নানা আয়োজনে মুখর ছিল অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাসের আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং আলমগীর কবির, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারপারসন শারমিন সেলিম তুলি, কুকিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেরুন নেসা, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভাইজার শাহীন আফরোজ, রংধনু একাডেমির সুলতানা পপি, ডিবিসি ও লোকাল ডাইরেক্টের স্টাফ রিপোর্টার ও জেসিআই ঢাকা এলিমেন্টের সিইও আল্লামা ইকবাল অনিক, পারফেক্ট ইলেকট্রনিক্সের সিইও গোলাম শাহরিয়ার কবীর, বনানী বাংলা গ্রুপের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম দেলোয়ার জাহান, শুটকিজের ফাউন্ডার তৌহিদুল ইসলাম, টেলিভিশন প্রযোজক রানা ইসলাম ও রুবিনাস কেক অ্যান্ড ডিলাইটের প্রধান নির্বাহী রুবিনা রুবি।
এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী রুমানা আক্তার মুক্তি, আশনা হাবিব ভাবনা, ফারিয়া শাহরিন, মিষ্টি জান্নাত ও সারা জারিন, কোরিওগ্রাফার ও ট্রেইনার বুলবুল টুম্পা, মডেল স্নিগ্ধা চৌধুরী ও অনিক রহমান অভি, উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা ও মরিয়ম, ডান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক, মিডিয়াব্যক্তিত্ব এনটিভির প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা, সংগীতশিল্পী সাদেজা সুলতানা ইরনিকসহ অনেকে। অনুষ্ঠানটির স্পন্সর পার্টনার ছিল প্রাণ স্পাইস।