জয়নুল উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে ময়মনসিংহ প্রশাসনের অভিযান

ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে (পার্ক) অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্কের ভেতরে বৈশাখী মঞ্চের উল্টোদিকে অবৈধভাবে গড়ে ওঠা একটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ ছাড়া পার্কের শুরুতেই রাস্তার পাশে থাকা আরও কয়েকটি দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুফিদুল আলম বলেন, দীর্ঘদিন কিছু অসাধু ব্যবসায়ী পার্কের ভেতরে অবৈধ ঘর তৈরি করে ব্যবসা চালাচ্ছিল। পার্কের সৌন্দর্য নষ্ট করছিল। মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করছিল। বিভিন্ন মহল ও সচেতন নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা আইনশৃঙ্খলা কমিটিতে সর্বসম্মতিক্রমে পার্কসহ বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকেই আজ এই অভিযান পরিচালিত হয়।