জিআই পণ্যের স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

অমৃত সাগর কলার পর এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের গৌরবময় স্বীকৃতি পেয়েছে নরসিংদীর বিখ্যাত মৌসুমি ফল লটকন।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা)-তে আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর হাতে জিআই পণ্যের স্বীকৃতিস্বরূপ সনদ তুলে দেওয়া হয়।
নরসিংদীর লটকনের স্বাদ, গন্ধ ও গুণগত মানে রয়েছে অনন্য বৈশিষ্ট্য। এছাড়াও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এই ফল। ২০২৩ সালে নরসিংদী জেলা প্রশাসন ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-এর সার্বিক সহযোগিতায় জিআই স্বীকৃতির আবেদন করেছিল।
দীর্ঘ পর্যালোচনার পর নরসিংদীর লটকনকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। তাছাড়াও গত বছর নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই স্বীকৃতি দেওয়া হয়।
এবছর নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কির সন্দেশ, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজরাপুরী লিচু, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা, সুন্দরবনের মধু, শেরপুরের ছানার পায়েস, গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতা বোরো ধান, অষ্টগ্রামের পনির, বরিশালের আমড়া, দিনাজপুরের বেদানা লিচু, মুন্সীগঞ্জের পাতক্ষীর পণ্যগুলির জিআই নিবন্ধন সনদ প্রদান করা হয়।